Department of narcotics control security services division ministry of home affairs new job circular, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, কেউ মিস করবেননা

Basic Information about Department of Narcotics Control:

Department of Narcotics Control is the main government agency responsible for narcotics control in Bangladesh The Department of Narcotics Control was established on 2 January 1990 under the Ministry of Home Affairs and is related to National Narcotics Control Board. The agency is responsible for issuing licenses for the import, exports, sales, transport, etc. for drugs in Bangladesh. It also carries out raids against illegal narcotics. The department has its own intelligence branch. Mohammad Jamal Uddin Ahmed is the Director-General of the Department of Narcotics Control. They do not have sufficient personnel to control over Bangladesh. A few days ago, they are trying to increase their staff and better service. Department of Narcotics Control Formation January 1990 Headquarters Dhaka, Bangladesh Region served Bangladesh Official language Bengali Director General    Ahsanul Jabbar Website                  www.dnc.gov.bd

Included by Nayan Mia

Department of narcotics control security services division ministry of home affairs new job circular

 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত শূণ্যপদে নিয়ােগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি ও শর্তসাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে Online-এ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে

How to apply?

http://dnc.teletalk.com.bd/

District candidates who do not need to apply:
Rangpur, Panchagarh, Dinajpur, Lalmonirhat, Kurigram, Gaibandha, Thakurgaon, Nilphamari, Rajshahi, Chapainawabganj, Natore, Naogaon, Bogra, Joypurhat, Sirajganj, Pabna, Khulna, Yasher, Satkhira, Bagerhat, Narai, Meherpur, Barisal, Barguna, Jhalokati, Patuakhali, Vela, Pirajpur, Dhaka, Faridpur, Madaripur, Rajbari, Shariatpur, Munshiganj, Manikganj, Gazipur, Tangail, Kisherganj, Narsingdi, Narayanganj, Chittagong, Cox's Bazar, Brahmanbaria, Comilla, Rangamati, Bandarban, Khagrachhari, Sylhet, Habiganj, Sunamganj, Moulvibazar, Mymensingh, Netrokona, Sherpur, Jamalpur

যেসকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই:

(ক) রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, নীলফামারী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা, খুলনা, যশাের, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, মাগুড়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালি, ভােলা, পিরােজপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, কিশােরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নােয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, রাঙ্গামটি, বান্দরবান, খাগড়াছড়ি, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে,

(খ) সকল জেলার এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীগণ আবেদন করতে পারবেন।


আবেদনের বয়স সীমা: আবেদনকারীর বয়স ২৫/০৩/২০২০ তারিখে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। শুধু মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়।

আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dnc.teletalk.com.bdএই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।


i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০-০৯-২০২০ খ্রি: তারিখ, সকাল ১০.০০ ঘটিকা।

ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০-০৯-২০২০ খ্রি:, বিকাল ০৫.০০ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমেপরীক্ষার ফি জমা দিবেন। খ. Online-এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০) Pixel ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০)Pixel করে নির্ধারিত স্থানে Upload করবেন। গ.Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit

করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে এবং পুনঃপূরণের ক্ষেত্রে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে

শতভাগ নিশ্চিত হবেন। ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। ঙ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা

মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত

Applicant's copy প্রার্থী download পূর্বক রঙ্গিন প্রিন্ট কপি সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং উক্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১০০(একশত) টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ১২(বার) টাকা মােট ১১২(একশত বার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য,Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online এ আবেদনপত্র গৃহীত হবে না। প্রথম SMS: DNC<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: DNC ABCDEF Reply: Applicant's Name, Tk.......... Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DNC<space>Yes<Space>PIN and send to 16222. দ্বিতীয় SMS: DNC<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: DNC YES 12345678 Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for DNC Application for post XXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXXX). চ, প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dnc.teletalk.com.bd অথবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dnc.gov.bd) এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। Online-এ আবেদনপত্রে প্রার্থীর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। ছ. SMS-এর প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযােজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। জ, শুধু টেলিটক প্রি-প্রেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

(i) User ID AT 1776 DNC<space>Help<space>User<space>User ID & Send to 16222. Example: DNC Help User ABCDEF & send to 16222

(ii) PIN Number Glat 21916: DNC<space>Help<space>PIN<space>PIN No & send to 16222. Example: DNC Help PIN 12345678 & send to 16222. ঝ.মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৮-গ্রেডভুক্ত ওয়ারলেস অপারেটর পদে কর্মচারি নিয়ােগ পরীক্ষা, ২০২০ এর বিজ্ঞপ্তি, Online-এ আবেদনপত্র পূরণের নিয়মাবলি, SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়ােজনীয় তথ্যাদি ওয়েবসাইট http://dnc.teletalk.com.bdএ পাওয়া যাবে।



আবেদনের সম্পূর্ণ নিয়মাবলির ভিডিও দেখুন এখানে-



মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন নিচে বিস্তারিত: 
http://dnc.teletalk.com.bd/
http://dnc.teletalk.com.bd/





No comments

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.