Amar MP Career! কত জনকে নিয়োগ দেয়া হল দেখে নিন।

Amar MP Career! কত জনকে নিয়োগ দেয়া হল দেখে নিন।

AmarMP এর চাকুরি এবং নিয়োগ সংক্রান্ত আপডেট: 

২২-৯-২০২০ ইং; দুপুর ১২ টা পর্যন্ত সর্বশেষ আপডেট:

এখন পর্যন্ত AmarMP তে মোট আবেদন করেছে: ২,৭৩৯ জন।

স্প্যাম আবেদন করেছে : ১২১ জন।

ইন্টারভিউ নেওয়া হয়েছে : ৪১১ জনকে।

সরাসরি রিজেক্ট হয়েছে : ৪১ জন।

প্রাথমিকভাবে নিয়োগ নিশ্চিত হয়েছে : ১৭৪ জন।

পেন্ডিং/ অপেক্ষায় রাখা হয়েছে     : ১৯৬ জনকে।


এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে একটা ফোন কলের মাধ্যমে একজনকে নির্বাচন করা সম্ভব হলো? 

উত্তর: এই জবের জন্য পূর্বের কোন অভিজ্ঞতার দরকার নাই ঠিকি কিন্তু কাজ যেহেতু ই-কমার্স নিয়ে তাই এই রিলেটেড কিছু প্রশ্নের মাধ্যমেই তাদেরকে (প্রার্থীকে) খুব সহজেই বিচার করা সম্ভব। আর আরেকটা বিষয় হলো, কাজের পূর্বের তাদের ট্রেইনিং দেওয়া হবে।

আচ্ছ, যারা রিজেক্ট হলো তাদের কি আর কোন সুযোগ নেই। 

উত্তর: না, যারা সরাসরি রিজেক্ট হয়েছেন তাদের আর কোন সুযোগ নেই। তবে যদি আপনি মনে করে যে আপনি উক্ত কাজের জন্য আসলেই উপযুক্ত কিন্তু পরীক্ষা দেবার সময় ভয় পেয়ে অথবা কিছু উল্টা-পাল্টা কিছু হয়েছে গেছে, সেক্ষেত্রে আপনি তাদের মেইল করতে পারেন। আশা করি এক্ষেত্রে কর্তৃপক্ষ আপনার উপর সদয় হবেন। 

ওকে, কিন্তু যাদের পেন্ডিং/ অপেক্ষায় রাখা হয়েছে তাদের কি উপায়? 

উত্তর: যাদের পেন্ডিং এ রাখা হয়েছে তাদের ০৭ দিনের সময় দেওয়া হবে (হয়েছে), যদি আপনি এই ০৭ দিনের প্রস্তুত হবে। আর ০৭ দিন পরে ফোন কলে আপনি যদি ইমপ্রেস করতে পারেন তো আপনারও প্রাথমিক নিয়োগ নিশ্চিত হতে পারে।

আসুন AmarMP সম্পর্কে কিছু তথ্য জেনে নেইঃ

Amar MP is a voluntary social organization, which was established on 14 February 2017. The organization has been formed to connect Members of Parliament with the voters of to ensure accountability, transparency and neutrality among MPs. Wikipedia 
Founder: Sushanta Das Gupta
Founded: February 14, 2017
Volunteers (2019): 15000 & 350 Ambassadors
Chairperson: Sushanta Das Gupta
Motto: Amar MP Social Voluntary Organization
Affiliation: Bangladesh
Amar MP Career! কত জনকে নিয়োগ দেয়া হল দেখে নিন।

যারা AmarMP জব সার্কুলারের বিস্তারিত বুঝতে পারেননি তাদের জন্য বাংলায় প্রকাশ করা হলোঃ 

  1.  প্রত্যেক কো-অর্ডিনেটরকে প্রতিমাসে ১০০ টি প্রোডাক্ট সেলার/সার্ভিস প্রোভাইডার/জনপ্রতিনিধি/ফ্রিল্যান্সার এর লিস্টিং/প্রোফাইলিং করতে হবে। সাথে নিজ নিজ টেরিটরিতে সংবাদ সংগ্রাহক হিসেবেও কাজ করতে হবে। একটি নির্দিষ্ট এলাকার সকল ধরনের প্রোডাক্ট সেলার/সার্ভিস প্রোভাইডার/জনপ্রতিনিধি/ফ্রিল্যান্সার এর লিস্টিং/প্রোফাইলিং শেষ হওয়া পর্যন্ত এই কার্যক্রম কন্টিনিউ হবে।
  1.  প্রতিটি স্টেজে সেবাগ্রাহক/ক্রেতার সাথে সেবাদাতা/বিক্রেতার মধ্যকার যোগাযোগ স্থাপনের কাজ করতে হবে। 
  2.  নিজ নিজ টেরিটরিতে পুরো প্রক্রিয়ায় জড়িত সকল ধরনের কাস্টোমার সার্ভিস, কোয়ালিটি কন্ট্রোলের কাজ করতে হবে। 
  3.  প্রতি সপ্তাহে ৫ দিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কাজ করতে হবে। 
  4. ওয়ার্ড>ইউনিয়ন>উপজেলা-পৌরসভা>জেলা>বিভাগ এই ক্রমানুযায়ী নিজ নিজ লাইন ম্যানেজার সংশ্লিষ্টদের যাবতীয় ট্রেনিং ও আনুষংগিক আদেশ/নির্দেশ/সাজেসান প্রদান করবে।

ইচ্ছুক প্রার্থীদের https://career.amarmp.com এই লিংক থেকে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। সরাসরি সিভি দিলে সেই আবেদন গ্রহণ করা হবে না।

আপনার যেকোন প্রশ্ন info@amarmp.com এখানে মেইলের মাধ্যমে করতে পারেন।



No comments

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.