অফিস সহায়ক, জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি! (Office assistant, new employment appointment notice to the Deputy Commissioner's office!)

অফিস সহায়ক, জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি! গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার- এর অধিনে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদনের শেষ তারিখ: 28/02/2018 খ্রি.

অফিস সহায়ক, জেলা প্রশাসকের কার্যালয়, ভোলা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার- এর অধিনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
নিচে ইংরেজীসহ বাংলায় দেখুন বিস্তারিত:

ভূমি মন্ত্রণালয়েরর অধিশাখা-২ (মাা প্রশাসন)-এর 02.01.2018 তারিখের 31.00.0000.046.11.017.17-6 নং স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, ভোলা-এর রাজস্ব প্রশাসনের নিম্নবর্ণিত শূন্য পদ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল, 2015 অনুযায়ী ভোলা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নোক্ত শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম অফিস সহায়ক, বেতন স্কেল গ্রেড-20: 8250 - 20010/-, পদের সংখ্যা 08 (আট), শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস।

শর্তাবলী: 
01. প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও ভোলা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
02. প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রনালয়ের নির্ধারিত ফরমে স্ব-হস্তে আবেদন করতে হবে।
03. সরকার কর্তৃক চাকরির নির্ধারিত আবেদন ফরমে জেলা প্রশাসক, ভোলা বরাবরে করে আগামী 28.02.2018 খ্রি. তারিখ বিকাল 5.00 ঘটিকার মধ্যে জেলা প্রশাসক, ভোলা-এর কার্যালয়ে ডাকযোগে/সরসরি ফ্রোন্টডেক্স শাখায় আবেদন পৌছাইতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। খামের উপর পদের নাম, বিশেষ কোটা (যদি থাকে) এবং বামপার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। নির্ধারিত আবেদন ফরমটি জেলা প্রশাসক, ভোলা-এর ওয়েব সাইটে পাওয়া যাবে।
04. নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
আরও বিস্তারিত দেখুন নিচের সার্কুলারে- 

Office Assistant, Deputy Commissioner's Office, Bhola.
Employment notification published under the Government of the People's Republic of Bangladesh has been published.
See Bangla in English with details below:

On the basis of the clearance received from the Memorandum of the Memorandum of the Commissioner of the Ministry of Land of the Ministry of Labor-2 (Maa Administration) on 02.01.2018, the National Pay for the purpose of fulfilling the following vacant posts of the revenue administration of Bhola, According to Scale, 2015, applications are being made from Permanent Residents of Bhola District on the following conditions.
Name of the post Office Assistant, Salary Scale Grade-20: 8250 - 20010 / -, Number 08 (Eight), Educational Qualification: Eighth Pass.

Rules:
01. The candidate must be a permanent resident of Bangladesh and permanent resident of Bhola district by birth.
02. The applicant must apply in the prescribed form of the Public Administration Ministry in self-hand.
03. In the application form for employment by the government, to the Deputy Commissioner, Bhola, on 28.02.2018 AD. The application will be made in the office of the Deputy Commissioner, Bhola, in the post office / Sarasuri Frondedax branch within 5.00 pm. Application received after the scheduled time will not be acceptable. The name of the post on the envelope, the special quota (if any) and the full name and address of the applicant must be written in clear letters on the left side. The prescribed application form will be available on the Deputy Commissioner, Bhola web site.
04. Provide the necessary information according to the instructions and needs of the prescribed application form.
See more details below:



NB: সূত্র- bdjobs.com

No comments

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.