নৌপরিবন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | ‍DOS job circular 2022 | dos.gov.bd job apply

 নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ নৌপরিবহন অধিদপ্তরের নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইন ফরম পূরণপূর্বক দরখাস্ত আহবান করা যাচ্ছে।

Department of Shipping job circular 2022

নৌপরিবন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

DOS job circular 2022

dos.gov.bd job apply


নৌপরিবন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ 

পদের নাম: সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা: ০৬টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: 

ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে  অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;

খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; 

গ) সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন গতি ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ  এবং

ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।


পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক- কাম কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: 

ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে  অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;

খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; 

গ) সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন গতি ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ  এবং

ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।


পদের নাম: অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদের সংখ্যা: ১০টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন  দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ;

খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং

গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ গতি।


পদের নাম: ডাটা কন্ট্রোল অপারেটর

পদের সংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

ক) কোনো স্বীকৃত বোর্ড হতে  উচ্চ মাধ্যমিক সার্র্টিফিকেট বা  সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং

খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে  Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।


পদের নাম: অফিস সহায়ক

পদের সংখ্যা: ০৮টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

Apply Process

অনলাইনে আবেদনপত্র যথাযথ ভাবে পূরণ, নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষর আপলোড, আবেদন পত্রে প্রদত্ত তথ্যাদি নিশ্চিত করে আবেদন দাখিল করার পর আবেদনকারীর ছবি ও স্বাক্ষর সম্বলিত আবেদনের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে এবং উপরে দেওয়া ‘ফি প্রদান’ মেন্যু থেকে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে  অনলাইন পেমেন্ট পদ্ধতি (নগদ, বিকাশ, রকেট, বিভিন্ন ব্যাংক কার্ড) এর মাধ্যমে ফি জমা দিতে হবে। এছাড়াও আবেদনকারী চাইলে আবেদন দাখিলের পরবর্তী ৭২(বাহাত্তর) ঘণ্টার মধ্যে  একই মেন্যু হতে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে ফি জমা দিতে পারবে।  ১-৪ নং আবেদনকারীদের ১০০/- (একশত) টাকা এর সাথে সার্ভিস চার্জ বাবদ ফি এর ১০% হারে ১১০/- টাকা এবং অফিস সহায়ক পদের আবেদনকারীকে ৫০/- (পঞ্চাশ) টাকা এর সাথে সার্ভিস চার্জ বাবদ ফি এর ১০% হারে ৫৫/- টাকা। উল্লেখ্য যে, অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে আবেদন সম্পন্ন করলেও ফি জমা না দেয়া পর্যন্ত আবেদন গৃহীত হবে না।

নৌপরিবন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | ‍DOS job circular 2022 | dos.gov.bd job apply

Source: dos.gov.bd




1 comment:

  1. নৌপরিবন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | ‍DOS job circular 2022 verey helfull news bd job circualr

    ReplyDelete

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.