কোভিড-১৯ পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত জরুরি নির্দেশাবলী Exam notice for national university

All concerned are being informed that due to the deteriorating situation in the country, various examinations under the National University were postponed in March 2021 as per the government directives. At present, some steps have been taken to improve the situation in Kovid, expand immunization activities and, above all, to conduct postponed examinations considering the future of the students. All concerned are requested to follow the following hygiene rules in order to take the test and take part in the test;

সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে, দেশের কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় সরকারি নির্দেশনা মােতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান বিভিন্ন পরীক্ষা ২০২১ সালের মার্চ মাসে স্থগিত ঘােষণা করা হয়। বর্তমানে কোভিড পরিস্থিতি কিছুটা উন্নতি, টিকাদান কার্যক্রম সম্প্রসারণ ও সর্বোপরি শিক্ষার্থীদের ভবিষ্যত বিবেচনা করে স্থগিত পরীক্ষাসমূহ অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষায় অংশ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নিম্নোক্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরােধ করা হলাে; 

Exam-notice-for-national-university 


২৯/০৮/২০২১ কোভিড-১৯ পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত জরুরি নির্দেশাবলী 

“সঠিক নিয়মে মাস্ক পরি, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করি ” 


ক) পরীক্ষা কেন্দ্রে ২(দুই) জন পরীক্ষার্থীর মধ্যে অন্তত ৩ (তিন) ফুট দূরত্ব বজায় রেখে (আসন বিন্যাসের নমুনা-১ অথবা আসন বিন্যাসের নমুনা-২ এর অনুরুপভাবে) আসন ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে প্রয়ােজনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভেন্যু কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা যাবে।

খ) সকল শিক্ষক, পরীক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী মাস্ক পরিধান করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে। মাস্ক সঠিক নিয়মে 

পরতে হবে এবং মাস্ক ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত করার জন্য সাময়িক মাস্ক খােলা যাবে। 

গ) পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পূর্বে হাত ধােয়ার জন্য প্রয়ােজনীয় সাবান এবং পানির ব্যবস্থা রাখতে হবে। প্রয়ােজনে হ্যান্ড সেনিটাইজারের ব্যবস্থা রাখতে হবে । 

ঘ) স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত মােতাবেক ১৮ (আঠারাে) বছর ও তদুর্ধ সকলকে কোভিড-১৯ এর টিকা দেয়া হচ্ছে। 

যেসব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা/কর্মচারী এখনও টিকা গ্রহণ করেনি তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করবেন। 

ঙ) স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। 


উপরােক্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে পরীক্ষা অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের সহযােগিতা একান্তভাবে কামনা করছি। 

exam-notice-for-national-university

No comments

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.