বিজিবি তে সিপাহী (জিডি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি BGB Job Circular 2021- www.bgb.gov.bd
BGB Job Circular 98 Batch
Eligibility of application:
Both male and female HSC candidates can apply. Must have a minimum GPA of 3.00 in SSC or equivalent examination and a minimum GPA of 2.50 in HSC or equivalent examination.
Male candidates must be 5 feet 6 inches tall, weigh 49.695 kg or 110 pounds, have a chest size of 32 inches in normal condition and 34 inches in swollen condition.
Female candidates should be 5 feet 2 inches tall, weigh 48.173 kg or 104 pounds, have a chest size of 28 inches in normal condition and 30 inches in bulging condition.
Tribal male candidates must be 5 feet 4 inches tall, weigh 48.173 kg or 104 pounds, have a chest size of 30 inches in normal condition and 32 inches in bulging condition. Tribal female candidates must be 5 feet tall, weigh 43.544 kg or 96 pounds.
Candidates must be between 18 to 23 years of age on 08 April 2022. Must have eyesight 7/8. The candidate must be unmarried.
Registration System:
You have to register through Teletalk mobile. Registration can be done from 10 am on 15 October 2021 to 12 noon on 24 October 2021.
First go to Mobile Message Options BGB <space> HSC PASS YEAR <space> HSC Board Keyword <space> HSC Roll <space> SSC Pass Year <space> SSC Board Keyword <space> SSC Roll <space> Home District Code <space> Upazilla Name should be sent to 16222. The code number of each district can be found in the notification.
Eligible candidates will be sent a PIN number in an instant return SMS after verifying the information sent in the SMS. BGB <space> YES <space> PIN Number <space> Contact Mobile Number with the received PIN number and send SMS to 16222 again.
When sending the second SMS, you have to have a total balance of Tk. 150 for the examination fee and Tk. 180 including the SMS charge. A confirmation SMS with registration number will be sent after deducting the application fee. You need to save the SMS along with the registration number.
Details can be obtained by calling 0179600698 from any mobile or by calling 121 from Teletalk.
বিজিবি তে সিপাহী (জিডি) পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি BGB Job Circular 2021
দেখুন বিস্তারিত: https://jobcircularsource.blogspot.com/2021/10/bgb-gov-bd-job-circular.html
Border Guard Bangladesh (BGB) 98th batch soldier (GD) Recruitment Circular 2021
BGB Job Circular 2021: সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ৯৮ তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হবে ১৫ অক্টোবর ২০২১ তারিখ সকাল ১০ টা থেকে এবং চলবে ২৪ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত।
BGB Job Circular 98 Batch
আবেদনের যোগ্যতা:
এইচএসসি পাশ পুরুষ ও নারী উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ কমপক্ষে ২.৫০ পেতে হবে।
পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৮৯৫ কেজি বা ১১০ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি থেকে এবং স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে।
মহিলা প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি বা ১০৪ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
উপজাতীয় পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি বা ১০৪ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি থাকতে হবে। উপজাতীয় মহিলা প্রার্থীদের উচ্চতা ৫ ফুট, ওজন ৪৩.৫৪৪ কেজি বা ৯৬ পাউন্ড হতে হবে।
০৮ এপ্রিল ২০২২ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
রেজিস্ট্রেশনের নিয়ম:
টেলিটক মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে ১৫ অক্টোবর ২০২১ তারিখ সকাল ১০ টা থেকে ২৪ অক্টোবর ২০২১ তারিখ রাত ১২ টা পর্যন্ত।
প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে BGB<space>HSC PASS YEAR<space>HSC Board Keyword<space>HSC Roll<space>SSC Pass Year<space>SSC Board Keyword<space>SSC Roll<space>Home District Code<space>Upazilla Name লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। প্রত্যেক জেলার কোড নম্বর বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
এসএমএসে পাঠানো তথ্য যাচাই করে যোগ্য প্রার্থীদের তাৎক্ষণিক ফিরতি এসএমএসে একটি পিন (PIN) নম্বর পাঠানো হবে। প্রাপ্ত পিন নম্বরসহ BGB<space>YES<space>PIN Number<space>Contact Mobile Number লিখে পুনরায় ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
দ্বিতীয় এসএমএস পাঠানোর সময় মোবাইলে পরীক্ষার ফি বাবদ ১৫০ টাকা এবং এসএমএস চার্জসহ মোট ১৬০ টাকা ব্যালেন্স থাকতে হবে। আবেদন ফি কেটে রেজিস্ট্রেশন নম্বরসহ একটি কনফার্মেশন এসএমএস পাঠানো হবে। রেজিস্ট্রেশন নম্বরসহ এসএমএসটি সংরক্ষণ করতে হবে।
এসএমএস সংক্রান্ত বিষয়ে জানার জন্য যে কোন মোবাইল থেকে ০১৭৬৯৬০০৮৯৮ নম্বরে ফোন করে অথবা টেলিটক থেকে ১২১ নম্বরে ফোন করে বিস্তারিত জানা যাবে।
No comments