আনসার – ভিডিপি বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি Ansar VDP Job Circular 2021

Ansar VDP Job Circular 2021


সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি 2021:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুসঙ্গ সাধারণ আনসার। সারাদেশে ৪ হাজার ৬৩৬ টি সংস্থায় প্রায় ৫০,৯৮৭ জন সাধারণ আনসার সদস্য অঙ্গীভূত রয়েছে। প্রশিক্ষণ গ্রহণের পর আপনিও হতে পারেন একজন গর্বিত অঙ্গীভূত আনসার। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ কোর্স পূর্ণ মেয়াদে আনসার ভিডিপি একাডেমি গাজীপুরে পরিচালিত হবে।

দেখুন বিস্তারিত: https://jobcircularsource.blogspot.com/2021/09/ansar-vdp-job-circular-2021.html

সম্প্রতি এই বাহিনীতে সাধারণ আনসারের শূন্য পদ পূরণের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে শুধু পুরুষ প্রার্থীদের বাছাই করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


যারা আবেদন করতে পারবেন:

১। লিঙ্গঃ পুরুষ

২। বয়স 06-September-2021 খ্রি. তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর, ২৮-০৮-২০২১ তারিখে বয়স ১৮ বছর এবং ০৬-০৯-২০২১ তারিখে ৩০ বছর। 

৩ । ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা JSC/সমমান পাশ

৪। উচ্চতা ৫’-৪”( অধিক উচ্চতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে )।

৫। বুকের মাপ ন্যূনতম ৩০/৩২।


রেজিস্ট্রেশন ফি জমা দেয়ার শেষ সময় ০৬/০৯/২০২১ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ০৬ টা পর্যন্ত


আবেদন করার শেষ সময় ০৬/০৯/২০২১ খ্রিষ্টাব্দ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরতযােগ্য ২০০ (দুইশত) টাকা অন-লাইনে প্রদর্শিত পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে জমা দিতে হবে।


আবেদনপত্র দাখিল ও ফি পরিশােধ সংক্রান্ত কোনাে সমস্যা হলে পরামর্শের জন্য ০১৬২৯৪৬৪২৮৯,০১৫৩৪৭২৬৫৩৫ এবং ০১৮৪০১৯৭২০৭ নম্বরে যোগাযােগ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে। 


সাধারণ আনসার পদের জন্য আবেদন করার যোগ্যতা: 

লিঙ্গঃ পুরুষ

বয়স ২৮ আগষ্ঠ ২০২১ তারিখে সর্বনিম্ন ১৮ এবং ০৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে সর্বোচ্চ ৩০ বছর গ্রহণযোগ্য

সর্বনিম্ন উচ্চতা: ৫ ফুট এবং ৪ ইঞ্চি

সর্বনিম্ন বুকের মাপ (স্বাভাবিক-সম্প্রসারিত) 30-32inch

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি পাশ পরীক্ষায় উত্তীর্ণ।


আবেদনের নিয়ম: 

ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যে কোনও অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব সাইট (www.ansarvdp.gov.bd) এ ‘সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের আবেদন’ লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে।

অন-লাইন রেজিস্ট্রেশন ফি ২০০টাকা।

আবেদন শুরুর সময়: ২৮ আগষ্ট ২০২১ তারিখ রাত ১২:০০ টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ০৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত আবেদন করা যাবে।



Apply Online



প্রয়োজনীয় কাগজপত্র: 

লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিটির কাছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, চারিত্রিক সনদের মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি, অনলাইন রেজিস্ট্রেশনের প্রবেশপত্রের মূল কপি, পাসপোর্ট সাইজের ৪ কপি সত্যায়িত রঙিন ছবিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। ছবি এবং সকল ডকুমেন্টের ফটোকপি যা গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত।


বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:

Ansar VDP Job Circular 2021



আবেদন করার পূর্বে অবশ্যই 200 টাকা ফি প্রদান করতে হবে।

* ওয়েবসাইটে প্রদর্শিত বাছাইয়ের স্থান, তারিখ ও সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

No comments

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.