পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি Bangladesh Police Constable Circular 2021

Bangladesh Police Constable Circular 2021
Bangladesh Police Constable Job Circular 2021

Police Constable Job Circular 2021

Bangladesh Police Constable Job Circular 2021 has been published. Application process will start from 10th September, 2021. SSC (GPA-2.5) passed candidates can apply for this position.


Post name : Trainee Recruit Constable (TRC)

Total post numbers : 10,000 (Male 8,500 & Female 1,500)

Application Deadline : 7th October, 2021


Age : 18-20 Years (According 7th October, 2021)

Marital Status : Unmarried

Online Application Link : http://police.teletalk.com.bd


Constable:

The Constable is the primary level entry position of Bangladesh Police. Constables are the public face of policing in Bangladesh. They serve the community at the most basic level.

All Constables are directly recruited. The direct recruitment procedure of Constable is conducted by the Superintendent of Police of the concerned district.


Conditions applicable for direct recruitment:

Educational qualifications: SSC or equivalent degree

Age and height:

General quota (Male) Age: 18-20 year, Height: 5’6’’ (Five feet six inch)          

Freedom fighter (Male) Age: 18-32 year, Height: 5’4’’ (Five feet four inch)

General and other quotas (Female) Age: 18-20 year, Height: 5’2’’ (Five feet two inch)

Freedom fighter (Female) Age: 19-32 year, Height: 5’2’’ (Five feet two inch)

Tribal quota (male) Age: 18-20 year, Height: 5’4’’ (Five feet four inch)

Examination: 

Subjects determined by Bangladesh Police

Total number of written exam-40 and total number of viva voce exam-20


Training:

Basic training 06 (six) months


Appointing authority:

Superintendent of Police (SP)

Bangladesh Police Constable Job Circular 2021


-বাংলাদেশ পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ -

বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নতুন নিয়োগ শুরু হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন ৩০০০ হাজার শূন্য পদে কনস্টেবল নিয়োগের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ৩০০০ হাজার পদের মধ্যে ২,৫৫০ জন পুরুষ ও  ৪৫০ জন নারীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১০ সেপ্টেম্বর ২০২১ তারিখ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রত্যেক জেলায় আলাদা আলাদা তারিখে নিয়োগ পরীক্ষা শুরু হবে, নিচে টেবিলে জেলাভিত্তিক পরীক্ষার সময়সূচি দেয়া আছে।


পুলিশের কনস্টেবল পদে নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে ২ দশমিক ৫ ।

বয়স: আবেদনের জন্য প্রার্থীদের বয়স ০৭ অক্টোবর ২০২১ তারিখে ১৮ থেকে ২০ বছর হতে হবে। তবে ২৫ মার্চ ২০২০ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদন করতে পারবেন। শুধু অবিবাহিত নারী ও পুরুষরা আবেদন করতে পারবেন।


শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। তবে উপজাতীয় এবং মুক্তিযোদ্ধা কোটায় পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩১ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে, তবে উপজাতীয় এবং মুক্তিযোদ্ধা কোটায় নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে।


বেতন ও ভাতা: ছয় মাসের প্রশিক্ষণ চলাকালে পাওয়া যাবে পোশাক, থাকা-খাওয়া ও চিকিৎসা সুবিধা। পাশাপাশি প্রশিক্ষণকালীন সময়ে প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা দেয়া হবে। প্রশিক্ষণ শেষে নিয়োগপ্রাপ্তদের ২০১৫ সালের বেতন স্কেলের ১৭তম গ্রেড অনুযায়ী বেতনক্রম হবে ৯০০০-২১৮০০ টাকা।

বাছাই পরীক্ষা

শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা নেওয়া হবে প্রার্থীর নিজ জেলার পুলিশ লাইনস ময়দানে। নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে প্রয়োজনীয় কাগজপত্রসহ। চাকরি প্রার্থীদের সঙ্গে রাখতে হবে কর্তৃপক্ষের অনুমতিপত্র। শারীরিক মাপ পরীক্ষায় বয়স, উচ্চতা, বুকের প্রস্থ ও ওজন ঠিক আছে কি না যাচাই করা হবে। এরপর অংশ নিতে হবে দৌড়, জাম্পিং, রোপ ক্লাইমিং, পুশ-আপ, ড্রাগিং-এ।

পরীক্ষায় উত্তীর্ণ হলে জেলার পুলিশ সুপার পরবর্তী পরীক্ষার জন্য প্রবেশপত্র ইস্যু করবেন। একই সঙ্গে তিনি লিখিত পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করে প্রার্থীদের জানিয়ে দেবেন। লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র সঙ্গে আনতে হবে ।

শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলে নির্দিষ্ট দিনে বসতে হবে লিখিত পরীক্ষায়। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নির্ধারিত তারিখে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এতে থাকবে ১৫ নম্বর। ব্যক্তিগত পরিচিতিমূলক প্রশ্নের পাশাপাশি প্রার্থীর মানসিক দক্ষতা, মূল্যবোধ বিচারের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় এ পরীক্ষায়।


আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://police.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কনস্টেবল পদে আবেদন করতে পারবেন।


আবেদন শুরুর সময়: ১০ সেপ্টেম্বর ২০২১ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ০৭ অক্টোবর ২০২১ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।


Online Apply

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন: 

Bangladesh Police Constable Job Circular 2021

শারীরিক মাপ ও Physical Endurance Test এবং লিখিত পরীক্ষার সময়সূচি: 

ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর, খাগড়াছড়ি, নওগাঁ, পটুয়াখালী, খুলনা, ঝিনাইদহ, লালমনিরহাট, ময়মনসিংহ     ২৫-২৭ অক্টোবর     ২৮ অক্টোবর

রসিংদী, গাজীপুর, ফেনী, বান্দরবান, রাজশাহী, নাটোর, বাগেরহাট, রংপুর, ভোলা, সুনামগঞ্জ, নেত্রকোণা     ২৯-৩১ অক্টোবর ১ নভেম্বর

কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, দিনাজপুর, কুষ্টিয়া, মাগুরা, পিরোজপুর, সিলেট, শেরপুর        ২-৪ নভেম্বর         ৫ নভেম্বর

ঢাকা, মানিকগঞ্জ, কক্সবাজার, বি-বাড়ীয়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, বরিশাল, মৌলভীবাজার ৮-১০ নভেম্বর ১১ নভেম্বর

মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরগুনা, চট্টগ্রাম, লক্ষীপুর, গাইবান্ধা, পঞ্চগড়, সাতক্ষীরা, মেহেরপুর, পাবনা     ১২-১৪ নভেম্বর ১৫ নভেম্বর

নারায়ণগঞ্জ, গোলাপগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, নড়াইল, নোয়াখালী, বগুড়া, ঝালকাঠি, হবিগঞ্জ, জামালপুর  ১৬-১৮ নভেম্বর ১৯ নভেম্বর


Bangladesh Police Constable Job Circular 2021


পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি


পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি Bangladesh Police Constable Circular 2021


Bangladesh Police Constable Job Circular 2021

পুলিশের মানবসম্পদ ব্যবস্থাপনা শাখা সূত্র থেকে জানা যায়, আসছে জুন মাসেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রায় ১০ হাজার কনস্টেবল নেবে বাংলাদেশ পুলিশ। এবার পুলিশের কনস্টেবল পদে আবেদনের জন্য শিক্ষাগত ও শারীরিক যোগ্যতায় কিছুটা পরিবর্তন আনা হতে পারে।

দেখুন বিস্তারিত

গত কয়েক বছর ধরে কনস্টেবল পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড ছিল ন্যূনতম জিপিএ-২.৫ সহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। তবে এবার আবেদনের যোগ্যতার মানদণ্ড কিছুটা বাড়িয়ে নূন্যতম এইচএসসি করা হতে পারে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।


এছাড়া, এবার নিয়োগের ক্ষেত্রে উচ্চতা ও বুকের মাপে কিছুটা পরিবর্তন আনা হতে পারে। এতদিন পুরুষদের কনস্টেবল হওয়ার জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি ও নারীদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি ছিল। এবার নিয়োগ বিজ্ঞপ্তিতে নারীদের উচ্চতার মানদণ্ড ৫ ফুট ৪ ইঞ্চি করা হতে পারে। আর আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছর।

পুলিশ সদর দফতরের এক কর্মকর্তা জানান, নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নিয়োগবিধিতে কিছুটা সংশোধন আনা হচ্ছে, তবে তা এখনো অনুমোদিত হয়নি। সংশোধনী অনুমোদন ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে জুন মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে।

পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমাদের jobcircularsource.blogspot.com সবার আগে দেখতে পারবেন, তাই আমাদের ওয়েবসাইটে নজর রাখুন।

2 comments:

  1. আমি সবসময় আপনার ওয়েবসাইটে ফলো করি আমার কাছেভালো লাগে
    আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত ভালো ইনফরমেশন দেওয়ার জন্য আপনি একদিনে কতগুলো পোস্ট দেন আপনার ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের নোটিফিকেশন লাইট আমার কি করতে হবে

    ReplyDelete
  2. We are very happy to get new news from your daily. I follow you every day. I read your news. But I enjoyed reading today's news.

    ReplyDelete

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.