করোনায় শিগগিরই ২৫০০ নার্স নিয়োগের উদ্যোগ, 2500 nurse new job circular 2022

করোনায় শিগগিরই ২৫০০ নার্স নিয়োগের উদ্যোগ

Visit for more Latest Job circular: www.inbdjob.com

বিস্তারিত দেখতে ক্লিক করুন করোনায় শিগগিরই ২৫০০ নার্স নিয়োগ  উদ্যোগ, 2500 nurse new job circular 2021 


৪,০০০ পদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখুন এখানে- Govt Job



সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের এই ওয়েবসাইটটিতে এখন আর নতুন চাকরির খবর / নিয়োগ প্রকাশ করা হয় না (শুধু মাত্র চাকরির ডাক ছাড়া)। তাই সবাইকে নিয়মিত চাকরির খবর পেতে inbdjob.com ওয়েবসাইটে ভিসিট করার পরামর্শ প্রদান করা হলো।

দেশের করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে জরুরি ভিত্তিতে ২ হাজার ৫০০ জন নার্স নিয়োগ করবে সরকার।

 গত ৩১ মার্চ পিএসসি এই নিয়োগ স্থগিত করে।

পরীক্ষার জন্য কম সময় দিয়ে খুব তাড়াতাড়ি পরীক্ষা গ্রহণ করা হবে। 

দেখুন বিস্তারিত: Govt Job Circular 


নির্বাচনপ্রক্রিয়া:

প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ (লিখিত) পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে। এই পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন ছিল। এক ঘণ্টার এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে প্রশ্ন ছিল। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পান প্রার্থীরা। ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা গেছে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে ৪ ঘণ্টার। এরপরই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের। 







Source: https://www.prothomalo.com/chakri/employment/করোনায়-শিগগিরই-২৫০০-নার্স-নিয়োগের-উদ্যোগ


No comments

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.