চাকরি প্রার্থীদের জন্য সুখবর, আসছে দুটি বিসিএস, bsc new job circular 2020

চাকরি প্রার্থীদের জন্য সুখবর, আসছে দুটি বিসিএস, bsc new job circular 2020,

করোনার মধ্যেই আরও দুটি বিসিএসের প্রজ্ঞাপন আসছে। এর মধ্যে ৪২তম বিসিএসটি বিশেষ এবং ৪৩তমটি সাধারণ। ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নেওয়া হবে ২ হাজার। আর ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে।

এতে শিক্ষায় নেওয়া হবে সবচেয়ে বেশি।


¤ শিক্ষায় ৮৪৩টি। 

¤ প্রশাসনে ৩০০টি।

¤ পুলিশে ১০০টি।

¤ পররাষ্ট্রে ২৫টি।

¤ অডিটে ৩৫টি।

¤ ট্যাক্সে ১৯টি।

¤ কাস্টমসে ১৪টি।

¤ সমবায়ে ২০টি।

¤ ডেন্টাল সার্জন ৭৫ জন 

¤ এবং অন্যান্য ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।


বিসিএস: ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নেওয়া হবে ২ হাজার। 

আর ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা



চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, আসছে দুটি বিসিএস

করোনার মধ্যেই আরও দুটি বিসিএসের প্রজ্ঞাপন আসছে। এর মধ্যে ৪২তম বিসিএসটি বিশেষ এবং ৪৩তমটি সাধারণ। ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নেওয়া হবে ২ হাজার। আর ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে।



 ৪২তম বিশেষ বিসিএসে ২ হাজার চিকিৎসকের নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করেছে পিএসসি। পিএসসি সূত্র জানিয়েছে, বিশেষ বিসিএসে নিয়োগ দিতে হলে বিধিমালা সংশোধন করতে হয়। তারা সেই প্রক্রিয়া শেষ করেছে। বুধবার পিএসসি বিশেষ সভা আহ্বান করেছে, সেখানে ৪২তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চূড়ান্ত হবে। আর এর পরের সপ্তাহে ৪৩তম বিসিএসের বিষয়ে আলোচনা করবে পিএসসি।


জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব বলেন, ‘করোনার মধ্যে ৪২তম বিসিএস থেকে ২ হাজার চিকিৎসক ও ৪৩তম বিসিএসে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত। নিয়োগ কার্যক্রম শুরু করতে পিএসসিকে বলা হয়েছে। আশা করছি খুব দ্রুতই এ নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হবে।’

bpsc new job circular 2020


সূত্র: প্রথম আলো 

https://www.prothomalo.com/chakri/employment/চাকরিপ্রার্থীদের-জন্য-সুখবর-আসছে-দুটি-বিসিএস

No comments:

Post a Comment