৬৭৫ পদে বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, NGO biggest job circular 2020

'Uddipon' NGO new job circular 2020 is published. Biggest NGO job circular in Bangladesh.


উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নতুন সার্কুলার দেখুন এখানে-



৬৭৫ পদে বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, NGO biggest  job circular 2020 

NGO job circular 2020

সম্পূর্ণ ভিডিও দেখুন এখানে

বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপকের নিম্নলিখিত পদে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিক নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

A non-governmental organization (NGO) is a non-profit, citizen-based group that functions independently of government.

Uddipok, a leading private development agency in Bangladesh, is inviting applications from Bangladeshi nationals for the following posts.

Applications are invited from Bangladeshi nationals for the following posts of Uddipak, a leading private development agency in Bangladesh.

বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপকের নিম্নলিখিত পদে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিক নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

সিনিয়র প্রোগ্রাম অফিসার ও ব্রাঞ্চ ম্যানেজার (ক্ষুদ্রঋণ কর্মসূচী) উক্ত পদে 143 জন লোক নিয়োগ করা হবে। যার মাসিক বেতন 22202 টাকা, প্রতি মাসে মোটরসাইকেল ভাতা 2100 টাকা, দায়িত্বভার 450 টাকা এবং মোবাইল 500 টাকার সুবিধা রয়েছে।

প্রার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর এবং সর্বোচ্চ 35 বছর হতে হবে অভিজ্ঞতা সুপ্রতিষ্ঠিত জাতীয় অথবা আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রম ব্যবস্থাপক হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

নিম্নলিখিত বিষয়গুলো লক্ষণীয়: 

* সকল পদের ক্ষেত্রে বর্ণিত মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্য প্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধাদি যেমন কন্ট্রিবিউটরি, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, ০২ উৎসব বোনাস, বাৎসরিক ইনক্রিমেন্ট, কল্যাণ তহবিল এবং দুরত্ব ভাতা পাবেন!


*আবেদনপত্রের সাথে দুইশত টাকার ব্যাংক ড্রাপ অথবা পে অর্ডার অথবা পোস্টাল অর্ডার অফেরৎযোগ্য উদ্দীপকের জমা দিতে হবে।

* প্রার্থীকে অবশ্যই সৎ নিষ্ঠাবান আন্তরিক এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ক্যারিয়ার গঠনে আন্তরিক হতে হবে।

* শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। 


***সকল পদের নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে***

মূল বিজ্ঞাপনটি দেখুন নিচে-

NGO job circular 2020

সূত্র: বাংলাদেশ প্রতিদিন 31 অক্টোবর 2020

No comments:

Post a Comment