২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) সর্বশেষ রিলিজ স্লিপের আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি (nu admission)

২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) সর্বশেষ রিলিজ স্লিপের আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি

২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি

জাতীয় বিশ বিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে এলএলবি ১ম পর্ব (২০২০-২১)/পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন 

জার্নালিজম (২০২০-২১)/পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স (২০২০-২১)/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড 

ইঞ্জিনিয়ারিং (২০১৮-১৯)/মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন [এমবিএ] (২০১৮-১৯)/এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০১৯-২০) 

কোর্সসমূহের ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন ১৩ অক্টোবর বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১৯ অক্টোবর ২০২০ তারিখ 

রাত ১২টা পর্যন্ত চলবে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী ক) মেধা তালিকায় স্থান 

পায়নি খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারীকে মেধা 

তালিকায় স্থান পেতে অবশ্যই শেষবারের মত ২য় রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের 

ওয়েবসাইট থেকে জানা যাবে। কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি, সে সকল আবেদনকারী ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। 

২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ২য় রিলিজ স্লিপের অনলাইন আবেদন নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে



২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদনের তারিখ: 13/10/2020 @ 19/10/2020


ক) রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরমের রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। 

খ) রিলিজ স্লিপে আবেদনের জন্য website এ গিয়ে আবেদনকারী তার পছন্দ অনুযায়ী কলেজ 

ঝবষবপঃ করলে ঐ কলেজে কোর্সভিত্তিক শূন্য আসনের তালিকা ও তার ঊষরমরনষব কোর্সের তালিকা দেখতে 

পাবে। এ পর্যায়ে আবেদনকারী তার ঊষরমরনষব কোর্সের তালিকা থেকে নতুন করে পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি 

দিবে। এভাবে একজন আবেদনকারীকে তার পছন্দ অনুযায়ী তিনটি কলেজে পর্যায়ক্রমে কোর্স পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে। 

গ) ২য় রিলিজ স্লিপের আবেদন সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে না এবং আবেদনকারীকে কোন ফি প্রদান করতে হবে না। 

ঘ) ২য় রিলিজ স্লিপের আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না।

বি: দ্র: সংশ্লিষ্ট সকলকে কোভিড-১৯ মহামারি সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি মেনে এ ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।


No comments

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.