প্রাইমারী শিক্ষক নিয়োগের আবেদন আজ থেকে শুরু হয়েছে। DPE job circular 2020 (dpe.teletalk.com.bd)

প্রাইমারী শিক্ষক নিয়োগের আবেদন আজ থেকে শুরু হয়েছে। DPE job circular 2020 (dpe.teletalk.com.bd), প্রাইমারী শিক্ষক নিয়োগে কিভাবে আবেদন করবেন দেখুন, how to apply assistant teacher of primary job circular 2020

প্রাইমারি শিক্ষক নিয়োগ 2020 আবেদন শুরু, Pimary job circular 2020. Primary assistant teacher niog. 

Assistant teacher of government primary school job circular 2020 is published.


সম্পূর্ণ ভিডিও দেখুন

dpe job circular 2020




সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি -২০২০ প্রকাশ- ২৪/১১

 Deadline: 24 Nov 2020

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ শাখার সহকারী পরিচালক আতিক বিন সাত্তার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আজ সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক’ এর শূন্যপদ এবং জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিডিইপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট ‘সহকারী শিক্ষক’ পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগ করা হবে। তবে তিন পার্বত্য জেলা- রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন না।

সহকারী শিক্ষকদের বেতন হবে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড ১৩ অনুযায়ী ১১০০০-২৬৫৯০ টাকা।

অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে ২৫ অক্টোবর সকাল ১০টায়, শেষ হবে ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। আবেদন ফি মোট ১১০ টাকা।

প্রার্থীদের বয়স ২০ অক্টোবর সর্বনিম্ন ২১ বছর এবং গত ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে হবে ২৫ মার্চ ৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

বিজ্ঞপ্তির বিস্তারিত ওয়েবসাইটে (http://dpe.teletalk.com.bd) পাওয়া যাবে(25 অক্টোবর থেকে) 

আগামীকাল (20 October 2020) চারটি দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে ডিপিই থেকে জানা গেছে।


সংক্ষেপে কর কমিশনার কার্যালয় এর নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাক:

¤ প্রতিষ্ঠান: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

¤ পদের নাম: সহকারী শিক্ষক

¤ পদের সংখ্যা: অনির্দিষ্ট (৩২,৫৭৭ জন)

¤ আবেদন ফী: ১১০/- টাকা

¤ আবেদন শুরু: ২৫ অক্টোবর ২০২০ইং তারিখ সকাল ১০.৩০ ঘটিকা।

¤ আবেদনের শেষ তারিখ: ২৪ নভেম্বর ২০২০ইং তারিখ রাত ১১.৫৯ ঘটিকা।

¤ আবেদনের লিংক: https://dpe.teletalk.com.bd/

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ২৫ অক্টোবর ২০২০ তারিখ সকাল ১০:৩০ টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ২৪ নভেম্বর ২০২০ তারিখ বিকাল ১১:৫৯ টা পর্যন্ত আবেদন করা যাবে।


আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন-

আবেদন করতে  এখানে ক্লিক করুন-


আরও বিস্তারিত এবং অফিসিয়াল বিজ্ঞাপনটি নিচে থেকে দেখতে ভুলবেননা: 


কিভাবে আবেদন করবেন, দেখুন-

Instructions: 


dpe job circular 2020
dpe job circular 2020



ওয়েবসাইট থেকে প্রদত্ত বিজ্ঞপ্তি-

Dpe job circular




Dpe Job circular 2020-


Primary job circular 2020


টেলিটক সিমে SMS এ ফি জমা দেয়ার নিয়ম

প্রথম SMS:

DPE<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: DPE ABCDEF

Reply: Applicant’s Name, Tk. 110 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DPE<space>Yes<space >PIN and send to 16222.

দ্বিতীয় SMS:

DPE<space>Yes< space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: DPE Yes 12345678

Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for DPE Application for post XXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXXXX).


প্রবেশপত্র ডাউনলোড:

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dpe.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
সহকারী শিক্ষক নিয়োগ 2020 তেও নিয়মের ব্যতিক্রম নয়।

SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী download পূর্বক প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
সূত্র: বাংলাদেশ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।

1 comment:

  1. Thanks for posting dpe primary school teacher job https://www.mybdresults24.com/2020/10/primary-school-teacher-job-dpe-teletalk.html?m=1

    ReplyDelete