বাংলাদেশ ব্যাংকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ও মৌখিক পরীক্ষার সময়সূচি bb written test result and Viva Voce date(erecruitment.bb.org.bd)

বাংলাদেশ ব্যাংকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ও  মৌখিক পরীক্ষার সময়সূচি bb written test result and Viva Voce date(erecruitment.bb.org.bd)

Bangladesh bank written test result, বাংলাদেশ ব্যাংক, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, (রেক্রুটমেন্ট আউটসোর্সিং উইং) প্রধান কার্যালয় ঢাকা। erecruitment.bb.org.bd job circular 2020.

Bangladesh bank written test result


বাংলাদেশ ব্যাংকে অফিসার জেনারেল পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি:

1. বাংলাদেশ ব্যাংকে অফিসার জেনারেল পদে নিয়োগের নিমিত্ত গত 24/01/2020 তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট 656 জন প্রার্থীর তালিকা 2020 বিজ্ঞপ্তি নম্বর 36/2020 এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। উক্ত প্রার্থীদের মৌখিক পরীক্ষা বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের মূল ভবনের নিম্নরূপ সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

2. মৌখিক পরীক্ষার জন্য পৃথক ভাবে কোন ইন্টারভিউ কার্ড ইস্যু করতে হবেনা mcq Test বা লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

3. মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 1 ঘন্টা 30 মিনিট পূর্বে ধরে রাখার জন্য প্রার্থীদেরকে পরীক্ষাকেন্দ্রে রিপোর্ট করতে হবে। বিলম্বে হাজির হওয়ার কোন কারণই কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য হবে না।

4. কোন ক্ষেত্রে জাতীয় কাগজপত্রাদি ঘাটতি থাকলে বা পরবর্তীতে কোন সময় প্রার্থীর যোগ্যতা ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি অসত্য তথ্য প্রদান কোন সনদ দাখিল অসদুপায় অবলম্বন প্রতারণার আশ্রয় নিলে বা আবেদন পত্রের গুরুত্ব প্রতিভা ঘাটতি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

Bangladesh bank written test result

সূত্র: বাংলাদেশ প্রতিদিন ২১ অক্টোবর ২০২০

No comments

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.