বাংলাদেশ পুলিশ সুপারের কার্যালয় নাটোরে বিভিন্ন পদে নিয়োগ ২০২০, Bangladesh police natore job circular 2020
বিভিন্ন পদে পুলিশ সুপারের কার্যালয় নাটরে নিয়োগ বিজ্ঞপ্তি 2020। বাংলাদেশ পুলিশ সুপারের কার্যালয় নাটোরে বিভিন্ন পদে নিয়োগ ২০২০, Bangladesh police natore job circular 2020. police super er karjaloye niog biggopti 2020.
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত স্মারক নম্বর এ প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিম্নবর্ণিত শূন্য পদ সমূহ প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নাটোর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে এক পাতার নির্ধারিত আবেদন ফরম এর দরখাস্ত আহবান করা যাচ্ছে।
N.B- Deadline: 10 Nov 2020
দেখুন সম্পূর্ণ ভিডিও এখানে-
পুলিশ সুপারের কার্যালয়, নাটোর ১ জন সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর এবং ২ জন অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি
সংক্ষেপে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখা যাক:
¤ প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পুলিশ সুপারের কার্যালয়, নাটোর (বাংলাদেশ পুলিশ)
¤ পদের নামঃ বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদ যথা-
¤ পদ সংখ্যাঃ ০৩ টি।
¤ আবেদন ফীঃ ১০০/- টাকা (ট্রেজারি চালানের মাধ্যমে)।
¤ আবেদন শুরুঃ শুরু হয়েছে!!
¤ আবেদনের লিংকঃ নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ডাকে পাঠাতে হবে।
¤ আবেদনের শেষ তারিখঃ ১০/১১/২০২০ ইং বিকাল ৫.০০ ঘটিকা।
আবেদন শুরু: শুরুর তারিখ উল্লেখ নেই, তবে আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়েছে।
আবেদনের শেষ: ১০ নভেম্বর ২০২০ বিকাল ০৫:০০ টার মধ্যে নির্ধারিত ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন-
আবেদন করতে ক্লিক করুন-
আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞাপনটি নিচে থেকে দেখতে ভুলবেননা:
আবেদন ফরম
প্রবেশপত্র
জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক চাকরির আবেদন ফরম ডাউনলোড করুন এখান থেকে
No comments