৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষক নিয়োগ 2020, primary school teacher job circular 2020 (dpe.teletalk.com.bd)
৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষক নিয়োগ 2020, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ, dpe job circular 2020, ৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষক নিয়োগ 2020, primary school teacher job circular 2020 (dpe.teletalk.com.bd)
প্রাথমিকে সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরুর নির্দেশ
Let's know about Directorate of Primary Education
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা মন্ত্রণালয়কে জানান, গত জানুয়ারি মাসে সরকারিকৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষকের ২৬ হাজার ৩৬৬টি পদ সৃজনের অনুমোদন দেয়া হয়েছে। এ পদগুলোসহ মোট ৩২ হাজার ৫৭৭টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারির অনুমোদনও দেয়া হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদে ৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত
নিয়োগের বিজ্ঞপ্তির নির্দেশনা জারি।
এসব পদের মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের জন্য ২৫ হাজার ৬৩০ জন এবং প্রাথমিক স্তরের জন্য সহকারী শিক্ষক হিসেবে ৬ হাজার ৯৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে
সম্পূর্ণ বিজ্ঞাপন দেখুন এখান থেকে:
সোর্সঃ বাংলা ট্রিবিউন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদে ৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এসব পদের মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের জন্য ২৫ হাজার ৬৩০ জন এবং প্রাথমিক স্তরের জন্য সহকারী শিক্ষক হিসেবে ৬ হাজার ৯৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি জারির জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরকে নির্দেশনাও দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১৩তম গ্রেড পর্যন্ত কোটা না রাখার বিষয়টি বাস্তবায়ন করতে কোটা বাদ দেওয়া হয়েছে। এর আগে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আনসার-ভিডিপি, প্রতিবন্ধী ও জেলা কোটা সংরক্ষণ করা হতো। তবে ১৪ থেকে ২০তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে এসব কোটা রাখা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)
সংক্ষেপে কর কমিশনার কার্যালয় এর নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাক:
¤ প্রতিষ্ঠান: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
¤ পদের নাম: 2 ক্যাটাগরির 32,577পদ
¤ পদের সংখ্যা: 32,577
¤ আবেদন ফী: wait for this update for assistant teacher of primary school.
¤ আবেদন শুরু: wait for the date of primary job 2020
¤ আবেদনের শেষ তারিখ: Wait for the date
¤ আবেদনের লিংক: www.dpe.teletalk.com (wait for the confirmation pls).
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন শুরুর সময়: ২০ অক্টোবর ২০২০ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২০ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন-
আবেদন করতে এখানে ক্লিক করুন-
আরও বিস্তারিত এবং অফিসিয়াল বিজ্ঞাপনটি নিচে থেকে দেখতে ভুলবেননা:
www.dpe.gov.bd
or, www.dpe.teletalk.com.bd
source: https://www.banglatribune.com/others/news/646038/
Thanks the author for posting primary school teacher job circular https://www.mybdresults24.com/2020/10/primary-school-teacher-job-dpe-teletalk.html
ReplyDelete