dpe.gov.bd JOB জেলা প্রাথমিক শিক্ষা অফিস, রংপুরে ৪৩১ জন লোক নিয়োগ করা হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস, রংপুর ৪৩১ জন লোক নিয়োগের একটি বিশাল বিজ্ঞাপন প্রদান করা হয়েছে। (dpe.rangpur.gov.bd)
![dpe.rangpur.gov.bd প্রাথমিক শিক্ষা অধিদপ্ত dpe.rangpur.gov.bd প্রাথমিক শিক্ষা অধিদপ্ত](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZ89l8ks-wsVwpUmn1Jk290J7pkLP-r_tdfdMX9KDFqtZfzTUYW0iiCYaXdjSo77f3p5JEvTGtNlicz3K3vkyUIKIBkD6roqnj6kMSgGE67mQTTXul5WBGUHPQO9AcYPo3RfqWfoXhzXQ/w400-h204/dpe.rangpur.gov.bd.png)
বিজ্ঞাপনের সম্পূর্ণ ভিডিও দেখুন এখানে-
উক্ত আবেদন অনলাইন থেকে নয় বরং ডাকযোগে তাদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সমস্ত প্রয়োজীয় কাগজপত্রাদি সহ দুই কপি রঙ্গিন ছবি সহ ডাকযোগে আগামী ২৭ আগস্ট ২০২০ইং তারিক অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌছতে হবে। নির্ধারিত সময়ের পরে কোন আবেদনপত্র গ্রহণ কর হবে না।
আবেদনের শর্তাবলী:
- অবশ্যই প্রার্থীকে অষ্টম শ্রেণী পাশ বা সমমান হতে হবে।
- প্রার্থীকে বাই-সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে।
- প্রার্থী যেই বিদ্যালয়ের জন্য আবেদন করবে সেই বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার স্থায়ী বাসিন্দা এবং অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- প্রার্থীর বয়স অবশ্যই ২৭ অক্টোবর ২০২০ ইং তারিখে ১৮ থেকে ৩০ বছর এর মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটা থাকলে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবে।
- প্রার্থীকে অবশ্যই আবেদন পত্রের সাথে সোনালী ব্যাংকের ১০০/- টাকা মূল্যের ব্যাংক ড্রাফ্ট সংযুক্ত করতে হবে।
উক্ত চাকরির বিজ্ঞাপন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেখে নিনঃ
# পদের নামঃ দপ্তরী কাম প্রহরী।
# পদ সংখ্যাঃ ৪৩১ জন।
# চাকরির ধরনঃ ফুল টাইম।
# শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাশ।
# বেতন: উল্লেখিত হয়নি।
# অভিজ্ঞতা: দরকার নেই।
# কর্মস্থল: রংপুর।
# আবেদন ফীঃ ৫০০/-
# আবেদনের লিংক/ পদ্ধতি: নির্ধারিত ফরম স্বহস্তে পূরণ করতে হবে।
# আবেদনের শেষ তারিখঃ ২৭ অক্টোবর ২০২০ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন ডাকযোগে পৌছাতে হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম (নমুনা কপি) ও বিদ্যালয়ের তালিকা এবং রংপুর জেলার ৮ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদের নিয়োগ বিজ্ঞপ্তির লিংক সমূহ নিচের ডাউনলোড ডাউনলোড লিংকগুলো থেকে দেখে নেবেন।
দপ্তরী কাম প্রহরী পদের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম (নমুনা কপি) এবং বিদ্যালয়ের তালিকা একত্রে:
অফিসিয়াল চাকরির বিজ্ঞাপনটি নিচের লিংকে-
আবেদন ফরম (নমুনা কপি) নিচের লিংকে-
আবেদন ফরমে নমুনা কপি ডাউনলোড করুন এখান থেকে
বিদ্যালয়ের তালিকা নিচের লিংকে-
http://dpe.rangpur.gov.bd/sites/default/files/files/dpe.rangpur.gov.bd/notices/bf0f6b65_dfe5_4fd6_96c6_d86238efc293/d1153a2467fd7577d1aab8856e6b2c4f.pdf
![dpe.rangpur job application form dpe.rangpur job application form](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEherqHAgwQGvGwd9bxI3UOJjY_OsAonjiwqhETA0P7a7VIWTfO1J8tqzyd-aI9XrqZ_d25whxF6aQAw8ma55iXB8QGS41cwl42ww3Om5WohoM8fF-GnJmXP6-RFl3tZVwmM0GTmkqkEKIc/s16000/dpe.+rangpur+job+application+form.jpg)
![job circular of dpe.rangpur job circular of dpe.rangpur](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZj20O9vPbzrK_tysxMtu0m1BZOU6FlALF7n-WyRoAQJ8ChY641dO3jj7iVkyhRojf2f5r0x3sVq9xrhkqvxAZNDd2a-PQ2pPsvUGIxilFgmwwaU40xgtwnJeEWT0IEKANRl-wlXt_CzE/s16000/job+circular+of+dpe.rangpur.jpg)
Join kobe?
ReplyDelete