বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্থায়ী এবং অস্থায়ী ১৭ জনের শিক্ষকতার সুযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্থায়ী এবং অস্থায়ী ১৭ জনের শিক্ষকতার সুযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা। নিম্নে বিস্তারিত দেয়া হয়েছে: 

পদের নাম হলো: সহকারী অধ্যাপক


 বিভাগ ও পদসংখ্যা:

 ক. দর্শন বিভাগ ১টি

 খ. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ২টি

 গ. ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ ১টি

 ঘ. পরিসংখ্যান বিভাগ ১টি

 ঙ. অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ ১টি

 চ. মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগ ১টি

 ছ. কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ ১টি

 জ. প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগ ১টি

 ঝ. আইন বিভাগ ১টি

মোট ১০ জন।  

 বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫-এ গ্রেড-৬


পদের নাম: প্রভাষক


বিভাগ ও পদসংখ্যা: 

 ক. পদার্থবিজ্ঞান বিভাগ ১টি

খ. ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ ১টি

গ. পরিসংখ্যান বিভাগ ১টি

ঘ. উদ্ভিদবিজ্ঞান বিভাগ ২টি

ঙ. আইন বিভাগ ২টি

মোট ০৭ জন।  


বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫-এ গ্রেড-৯


আবেদন করার শেষ তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিস্তারিত দেখুন নিচে: 


সোর্স: প্রথম আলো


No comments

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.