Adbul Khair & Company New Job Circular সরাসরি নিয়োগ নিচ্ছে আবুল খায়ের। সরাসরি নিয়ােগ নিয়োগ নিচ্ছে আবুল খায়ের এন্ড কোম্পানীতে।
আবুল খায়ের এন্ড কোম্পানী এর মার্কেটিং বিভাগে ভােগ্য পণ্য বাজারজাতকরণের উদ্দেশ্যে আকর্ষনীয় বেতনে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

উক্ত চাকরির বিজ্ঞাপন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেখে নিনঃ
# প্রতিষ্ঠানঃ আবুল খায়ের এন্ড কোম্পানী
# পদের নামঃ সেলস রিপ্রেজেন্টেটিভ (এস আর)
# পদ সংখ্যাঃ অনির্দিষ্ট
# চাকরির ধরনঃ ফুল টাইম।
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/এইচএসসি/সমমান।
অভিজ্ঞতাঃ থাকলে অগ্রাধিকার।
# আবেদন ফীঃ ০০/-
# আবেদনের লিংকঃ bdjobs
# পরীক্ষার তারিখ: ০২/১০/২০২০ থেকে ২৭/১১/২০২০ইং (ভিন্ন জেলার তারিখ ভিন্ন)
পরীক্ষার সময়ঃ সকাল ১০.০০টা থেকে বিকেল ৫.০০টা পর্যন্ত।
ওয়াক-ইন-ইন্টারভিউ এর মাধ্যমে কিছু সংখ্যক লােক নিয়ােগ করা হবে আবুল খায়ের এন্ড কোম্পানীতে। আর এখানে আবেদনের জন্য শর্তাবলী সমূহ হলোঃ
- প্রার্থীতে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা এসএসসি বা সমমান হতে হবে।
- অভিজ্ঞতা না থাকলেও হবে তবে থাকলে অগ্রাধিকার।
- বয়স ২২-৩৫ এর কম বা বেশী হবে না।
দায়-দায়িত্ব নির্ধারিত এলাকার খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছ থেকে পণ্যের অর্ডার সংগ্রহ করা। রুট প্ল্যান অনুযায়ী কাজ করা। দৈনিক এবং মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
কিভাবে আবেদন করবেন দেখুন নিচে-

No comments:
Post a Comment