ডাচ্ বাংলা ব্যাংক উপবৃ্ত্তি/ শিক্ষা বৃত্তি দিচ্ছে। How to apply DBBL Scholarship for HSC 2018,


সু-খবর! সু-খবর!! সু-খবর!!!
এইচএসসি ২০১৮ সালের পরীক্ষা যারা সফলভাবে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য সু-খবর!
ডাচ্-বাংলা ব্যাংক থেকে প্রতিবারের মত এবারও মেধাবী ও দুস্থ ছাত্র/ছাত্রীদের জন্য শিক্ষা বৃত্তির ব্যবস্থা করেছে। 
শেষ তারিখ: আগামী ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ইং। 
বিস্তারিত: https://goo.gl/FrzvJL

অভিনন্দন
২০১৮ সালের এইচ.এসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের।
ডাট-বাংলা ব্যাংক-এর শিক্ষাবৃত্তিহােক দীপ্তিময় জীবনের
স্বপ্ন পূরণের সেতুবন্ধন ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় ২০১৮ সালে এইচ.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যােগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছেঃ বৃত্তির জন্য আবেদনের যােগ্যতাঃ
ন্যূনতম সিজিপিএ (চতুর্থ বিষয় ব্যতীত) সকল গ্রুপের জন্য শিক্ষার স্তর সিটি কর্পোরেশন এলাকার
সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান। বাইরের/গ্রামাঞ্চলের কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান। এইচ.এস.সি. অথবা সমমান ৪.৮
৪.৫ বৃত্তির পরিমাণ ও সময়কালঃ শিক্ষার স্তর
বার্ষিক অনুদান (টাকা) সময়কাল
মাসিক বৃত্তি
(টাকা) | পাঠ্য উপকরণের জন্য পােষাক পরিচ্ছদের জন্য। স্নাতক | ৩-৫ বছর (নবায়নযােগ্য) ২,৫০০/
৫,০০০/ | ১,০০০/বৃত্তির অন্যান্য নীতিমালাঃ [ যে সব ছাত্র-ছাত্রী সরকারী বৃত্তি ব্যতীত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা ডাচ্-বাংলা ব্যাংক-এর শিক্ষা বৃত্তির জন্য যােগ্য
বলে বিবেচিত হবেন না। গ্রামীণ/অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মােট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে । ২০১৮ সালের এইচ.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী ও উপরােক্ত যােগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদেরকে অনলাইনে app.dutchbanglabank.com/DBBLScholarship -এই ঠিকানায় নিমােক্ত সংযুক্তিসহ আবেদন করার জন্য অনুরােধ করা যাচ্ছেঃ
এস.এস.সি. পর্যায়ে নতুন আবেদনকারীদের জন্য
ডাচ্-বাংলা ব্যাংক-এর বৃত্তি প্রাপ্তদের জন্য - আবেদনকারীর সদ্য তােলা পাসপাের্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি । - এইচ.এস.সি./সমমান পরীক্ষার নম্বরপত্র ও - আবেদনকারীর পিতা ও মাতার পাসপাের্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি প্রশংসাপত্রের স্ক্যান কপি - এস.এস.সি./সমমান পরীক্ষার নম্বরপত্রের স্ক্যান কপি - এইচ.এস.সি./সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি
আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ ও নির্দেশনাঃ আবেদন শুরুর তারিখঃ ২২ জুলাই ২০১৮ আবেদনের শেষ তারিখঃ ১৫ সেপ্টেম্বর ২০১৮ ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশঃ ২০ সেপ্টেম্বর ২০১৮ প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডিবিবিএল এর উপরােক্ত ওয়েবসাইট থেকে ‘Primary Selection Letter' এবং প্রদত্ত নির্দেশিকার’ প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের যেকোন শাখা/মােবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখঃ ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর ২০১৮ চূড়ান্ত ফলাফল প্রকাশঃ পরবর্তীতে পত্রিকা এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানাে হবে সরাসরি/ডাকযােগে/কুরিয়ারযােগে কোন আবেদন গ্রহণযােগ্য হবে না। যে সব ছাত্র-ছাত্রী ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হবেন, বৃত্তির অর্থ গ্রহণের পূর্বে তাদেরকে অবশ্যই বর্তমান শিক্ষাবর্ষে যে কোন সরকারী বিশ্ববিদ্যালয়/কলেজে স্নাতক পর্যায়ে ভর্তি হতে হবে ।


আপনার বিশ্বস্ত সহযােগী

No comments

Theme images by ImagesbyTrista. Powered by Blogger.